বিএনপির যুগ্ন মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য এই মুহূর্তে জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। ডাক্তাররা তাকে ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলা সদরে শিশু পার্ক সংলগ্ন মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে - দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। এতে দলীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।