যানজট নিরসনে মুন্সীগঞ্জ জেলা শহর ও শহরাঞ্চলের একাধিক পয়েন্ট সরেজমিন পরিদর্শন শেষে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। গতকাল সোমবার বিকেলে নিজ কার্যালয়ের সভাকক্ষে ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় উপরোক্ত দিক নির্দেশনা দিয়েছেন তিনি। জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, যানজট নিরসনে মুন্সীগঞ্জ জেলা শহর ও শহরাঞ্চলের গুরুত্বপূর্ণ একাধিক পয়েন্ট সরেজমিন পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত
ট্রাফিক যানজটের সম্ভাব্য কারণ ও সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে শহরের শিল্পকলা মোড়, সুপার মার্কেট মোড় মুক্তারপুর বাস-সিএনজি স্ট্যান্ড ও সিপাহীপাড়া মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার।
পরবর্তীতে বিকেলে নিজ কার্যালয়ের সভাকক্ষে জেলার ট্রাফিক সদস্যদের নিয়ে সভা করেন জেলা পুলিশ সুপার
মো. মেনহাজুল আলম। অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার যানজট নিরসন রোধকল্পে কী ব্যবস্থা গ্রহণ করা যায় এবং কোন পদ্ধতি অবলম্বন করলে মুন্সীগঞ্জ জেলার সাধারণ মানুষ নির্বিঘ্ন যাতায়াত করতে পারবে এই সকল বিষয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেনসহ প্রমুখ। সভায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।