মুন্সীগঞ্জে পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠানে
অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেস রুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহার করাসহ নিরপেক্ষতা, সততা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
এর আগে তিনি পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম । প্যারেড কমান্ডার ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ এবং সহকারী প্যারেড কমান্ডার ছিলেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা।
এরপর পুলিশ সুপারের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণসভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ফোর্সদের নিকট থেকে বিভিন্ন বিষয়ে আবেদন ও অভিজ্ঞতা শুনে জেলা পুলিশের উন্নয়নের লক্ষ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। কল্যাণ সভায় নভেম্বর- ২০২৫ মাসে জেলার আইনশৃঙ্খলা রক্ষাসহ উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার।
পরবর্তীতে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিট ইনচার্জদের উপস্থিতিতে নভেম্বর-২০২৫ মাসে রুজুকৃত মামলা, তদান্তাধীন মামলা, ওয়ারেণ্ট তামিল, মাদক উদ্ধার, নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কামরান হোসেন, অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।