শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২
×
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: মুন্সীগঞ্জের সময় মুন্সিগঞ্জ-৩ আসন সাংবাদিক সম্মেলন করে ঘোষিত প্রার্থীর পরিবর্তন চাইলো বিএনপি নেতারা মুন্সীগঞ্জের সময় এক মাসে চার লাশ উদ্ধারে গজারিয়ায় আতঙ্ক. মুন্সীগঞ্জের সময় শ্রীনগরে প্রবাসীকে অপহরনের ও হত্যা বাদী দুই শিশু সন্তান নিয়ে আতঙ্কে মুন্সীগঞ্জের সময় তিন দিন পর মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক, গ্রাহকদের মধ্যে স্বস্তি মুন্সীগঞ্জের সময় মুন্সীগঞ্জে ৫'শ নারীকে শীতবস্ত্র উপহার দিল নারী সমাজ মুন্সীগঞ্জের সময় ১৪ কোটি টাকায় বহুতল মার্কেট নির্মাণ মুন্সীগঞ্জের সময় গ্লোবাল সাফল্যে আলোকিত “জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল” মুন্সীগঞ্জের সময় নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত শনিবার থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা মুন্সীগঞ্জের সময় পানকৌড়ির আগমনে প্রাণ ফিরে পায় গ্রামের সকাল মুন্সীগঞ্জের সময় বিএনপি নেতা মো. মহিউদ্দিন বলেছেন ......... অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আমার অঙ্গীকার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত শনিবার থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর , ২০২৫, ০৬:৫৫:০০ এএম
কাজী সাব্বির আহমেদ দীপু:
MSOMOY_2025-11-24_6923add5acd0e.JPG
নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত 
 
শনিবার থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা
 
◾ জরুরি টিম লিকেজ মেরামতের কাজ করছে
◾ সোমবার স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ 
◾গত ১৪ মার্চ পাইপলাইন ফেটে আগুন জ্বলে ওঠে
◾৮ মাস পর আবারও ক্ষতিগ্রস্থ গ্যাস পাইপলাইন 
◾ মুন্সীগঞ্জের ১৩ হাজার গ্রাহক চরম দুর্ভোগে
 
 
 
শনিবার বিকেল থেকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার পঞ্চবটি-মুক্তারপুরে সড়কে নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বর্তমানে ওই এলাকা ও মুন্সীগঞ্জ শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে শনিবার বিকেল থেকে মুন্সীগঞ্জের ১৩ হাজার গ্রাহক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অন্যদিকে কোন পূর্ব নোটিশ ছাড়া আকস্মিক গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। 
 
এর আগে গত ১৪ মার্চ নির্মাণাধীন মুক্তারপুর-পঞ্চবটী সড়কে পাইপলাইন ফেটে আগুন লাগায় মুন্সীগঞ্জ শহর ও আশপাশে বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ওই ঘটনার ৮ মাসের মাথায় আবারও পঞ্চবটি-মুক্তারপুরে সড়কে নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্থ হলো।
 
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেল থেকে রোববার বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জ শহর ও শহরাঞ্চলের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে আবাসিক লাইনের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জেলা শহরের মানিকপুর, বাগমামুদালীপাড়া, খালইষ্ট, মালপাড়া, জমিদারপাড়া, মধ্য কোটগাঁও, গনকপাড়া ও শহরতলির একাধিক গ্রামে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছে গৃহিনীরা। 
 
শহরের মধ্য কোটগাঁও এলাকার বাসিন্দা জান্নাতুল ফেরদৌস সাম্মী বলেন, শনিবার বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে রান্না করতে পারেননি।
বিকল্প হিসেবে ১৫০০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার ক্রয় করে রান্নার কাজ করতে হচ্ছে। গ্যাস সিলিন্ডার ক্রয়ে ১৫'শ টাকা অতিরিক্ত খরচ হওয়ায় সংসারের মাসিক খরচে ব্যয় বেড়ে গেছে। 
 
মালপাড়ার গৃহিণী শাহনাজ বেগম বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সবাই। কি কারনে গ্যাস সরবরাহ বন্ধ তাও জানানো হয়নি। শহরের জগধাত্রীপাড়া এলাকার গৃহিণী এলিনা আক্তার বলেন, শনিবার বিকেলে হঠাৎ করেই দেখি চুলায় আগুন জ্বলছে না, গ্যাস নেই। 
 
এদিকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়কের নির্মাণ কাজে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। জরুরি টিম লিকেজ মেরামতের কাজ করছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
 
জানতে চাইলে মুন্সীগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষের ম্যানেজার ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম বলেন, শনিবার  বিকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় গ্যাস লাইনে একটি লিকেজ হয়। যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই পূর্বে কোন নোটিশ দেয়া সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তিতাসের লোকজন পাইপ মেরামতের কাজ করছেন।
তিনি আরও বলেন, আজ (রোববার) রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছেন তারা। আজ গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে না পারলে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
 
 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝