মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের দেউলভোগ এলাকায় মসজিদে মাগরিব নামাজ চলাকালে বিএনপির দলীয় প্রার্থী শেখ মো আব্দুল্লাহর সমর্থক বহিস্কৃত যুবদল নেতা তরিকুলের নেতৃত্বে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটি সেচ্ছাসেবক সম্পাদক সরফত আলী সপু ও বিএনপি নেতা মমিন আলীর কমী সমর্থকদের উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। বাঁচার জন্য মসজিদের ভিতরে ঢুকলে হামলাকারীরাও সেখানে গিয়ে হামলা চালায়। এতে নামাজ পড়া অবস্থায় থাকা বিএনপির কেন্দ্রীয় নেতা সরফত আলী সপু নামাজ ভেঙে ফেলতে বাধ্য হওয়ার দৃশ্য লক্ষ্য করা গেছে সংগৃহীত ভিডিও ফুটেজে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় সরফত আলী সপু।
এরই অংশ হিসেবে শনিবার দুপুর ১২টায় শ্রীনগর উপজেলার ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি ছনবাড়ী থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীনগর উপজেলা সদরের বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, মসজিদে হামলা অ-মুসলিমরাও করে না। যারা মসজিদের ভেতরে নামাজরত মানুষের ওপর হামলা চালিয়েছে, তারা যেই দলেরই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, জানাজার নামাজের আগে মাগরিবের নামাজ চলাকালীন সময়ে মসজিদে ঢুকে চালানো হামলা পরিকল্পিত। তাই হামলাকারীরা কার মদদে চলে তা খতিয়ে দেখতে হবে। সন্ত্রাসীদের কোনো দল নেই। তাদের পক্ষে কেউ সুপারিশ করতে এলে তাকেও গ্রেপ্তার করতে পুলিশের প্রতি আহবান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, আগামী ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নামবে বিএনপি নেতাকর্মীরা।
অপরদিকে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন আলী অভিযোগ করেন, জানাজার নামাজ আদায়ের জন্য দয়াহাটা এলাকায় গেলে মাগরিবের নামাজ চলাকালে সন্ত্রাসী তরিকুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এরা মুন্সীগঞ্জ-১ আসনের খসড়া মনোনীত প্রার্থীর মদদে চলে।
তিনি দাবি করেন, গত জানুয়ারি মাসে পুলিশ তরিকুলকে গ্রেপ্তার করলে বিএনপির মনোনীত প্রার্থীর লোকজন তাকে ছিনিয়ে নেয়। শ্রীনগরের মাটিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না।
শনিবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, দেলোয়ার হোসেন ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে শ্রীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করা হয়।